ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে আসতে পেরে খুবই ভাল লাগছে : মিরাজ

আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সংস্করণে বোলিং বিভাগে পাঁচ নম্বর র‍্যাঙ্কিংয়ে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শুরুর দুই ম্যাচ বল হাতে আলো ছড়িয়ে ৩ ধাপ উন্নতি হয়েছে তার। বর্তমানে উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে।


৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে বোলার মিরাজ। এমন অর্জন নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে তার। গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটিই জানান এই অলরাউন্ডার।


মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভাল লাগছে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে আসতে পেরে। আমি কখনোই ভাবিনি ওয়ানডে ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে আসব। আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।’


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে নেন তিন উইকেট। উইকেট দখলের পাশাপাশি বল হাতে খুবই হিসাবি মিরাজ ৪ উইকেট নেওয়া ম্যাচে ৩ ইকোনমিক রেটে রান দিয়েছেন ৩০, দ্বিতীয় ম্যাচে ২.৮ ইকোনমিক রেট তার। এই কৃপণতাই তাকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়েছে বলে জানান মিরাজ।


মিরাজ বলেন, ‘যখন আমি টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম, তখন কিন্তু আমি টেস্ট বোলার ছিলাম। আমার নিজের ভেতর একটি জিনিস কাজ করছে, আমি শুধু টেস্টই খেলব না, সব সংস্করণে খেলব। চেষ্টা থাকবে আল্লাহর রহমতে আমি যেন সফলতার সঙ্গে খেলতে পারি। আমি যখন ওয়ানডে ক্রিকেট খেলা শুরু করলাম, তখন আমার চিন্তা ছিল আমি কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি, পারফর্ম করতে পারি।’


সঙ্গে যোগ করেন তিনি, ‘আমি যে জায়গায় দৃষ্টি দিয়েছিলাম যে, একদিনের ক্রিকেটে খেলতে হলে আমার ইকোনমি ঠিক রাখতে হবে। কারণ, আমি যদি এটা ঠিক রাখি তাহলে দলে আমার খেলার সুযোগ বেড়ে যাবে। দলের পরিস্থিতি অনুযায়ী আমি যদি উইকেট এনে দিতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমার নিজের জন্য ভালো হবে এবং দলের জন্য ভালো হবে।’

ads

Our Facebook Page